রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলে আইনজীবী ফরহাদ আলী হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জেলা এডভোকেট বার সমিতির উদ্যোগে রোববার বেলা ১১ টায় আদালত চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সভাপতি এডভোকেট ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক এডঃ মোঃ শামস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এডঃ মহসিন সিকদার, সাবেক পিপি এডঃ এস আকবর খান, সাবেক সাধারণ সম্পাদক এডঃ রফিকুল ইসলাম আলো, সাবেক সভাপতি আলহাজ্ব রিপন, সাবেক সভাপতি সাইফ্জ্জুামান নাজিম, এডঃ জিপি আনন্দ মোহন আর্য, এডঃ শামিমুল আক্তার শামিম, সাবেক সভাপতি নুরুল ইসলাম। বক্তারা ফরহাদ হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুলিশকে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ ঘটনাকে ভিন্ন খাতে পরিচালনার চেষ্টা করলে টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতি বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেবেন বলে জানান।

উল্লেখ্য শনিবার জমি সংক্রান্ত বিরোধের কারণে এডভোকেট ফরহাদ আলীকে তার নিজ বাড়ী ঘাটাইল উপজেলার সাগরদিঘি বেতুয়া গ্রামে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর তার চাচাত ভাই শফিকুল ইসলাম শফিক পুলিশের কাছে আত্মসমর্পন করে। এলাকাবাসী জানায় হত্যাকান্ডে এলাকার একটি মহলের ইন্ধন রয়েছে। ইতিপূর্বে জমি সংক্রান্ত বিরোধে আইনজীবী ফরহাদের সাথে একটি মহলের বাক-বিতন্ডা হয়। পরে এডভোকেট বার সমিতির মধ্যস্থতায় বিষয়টি সাময়িক মিমাংসা হয়।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন যাবৎ একটি মহল তাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও হয়ারানী করার চেষ্টা করছে। তারাই সুপরিকল্পিতভাবে ফরহাদকে হত্যা করেছে।

(আরকেপি/এসপি/জুলাই ২২, ২০১৮)