সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এম.পি।

তিনি বলেন, আমরা এখন বিরোধী দলে আছি। আগামী সংসদ নির্বাচনে কার সঙ্গে বা কোন দলের সঙ্গে জোট হবে তা বলতে পারবেন পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। তবে আমি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের স্বপক্ষেই আমার সমর্থন থাকবে। যদি জোট হয় সেক্ষেত্রে নেত্রকোনা- ৩ আসনটিতো আমাদের দেয়াই আছে। আর জোট না হলে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী মনোনয়ন দেবে। জনগন জাতীয় পার্টিকে ভোটও দেবে।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আগামী সংসদ নির্বাচনের মাধমে সরকার গঠন করতে হলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ ছাড়া কোন দল সরকার গঠন করতে পাবে না।

উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইনের পরিচালনায় কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নেত্রকোনা- ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী জসিম উদ্দিন ভূঞা, জেলা জাতীয় পার্টির আহবায়ক এডভোকেট লিয়াকত আলী খান প্রমুখ।

(এসবি/এসপি/জুলাই ২২, ২০১৮)