গোপালগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে আরও নতুন ৩টি বিভাগ ও ১টি ইনস্টিটিউট চালু হচ্ছে। রবিবার (২২ জুলাই) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন চালু হতে যাওয়া এ বিভাগগুলো যথাক্রমে- আর্কিটেকচার, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি এবং উদ্ভিদবিজ্ঞান; ইনস্টিটিউটটি হলো শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউট।

এ নতুন ৩টি বিভাগ যুক্ত হওয়ার ফলস্বরূপ, বশেমুরবিপ্রবিতে মোট বিভাগ সংখ্যা হলো ৩৪টি এবং ইনস্টিটিউট হলো ৪টি। ‘শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউট’ মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়ায় স্থাপিত হবে বলে জানতে পারা যায়।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৩টি বিভাগ ও ১টি ইনস্টিটিউটের সাথে আরও ৭০ জন শিক্ষক এবং ৮০ জন কর্মকর্তা-কর্মচারী পদের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

(এইচ/এসপি/জুলাই ২৩, ২০১৮)