স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন কয়লা সঙ্কটের কারণে বড়পুকরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় আগামী একমাস রংপুর অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে। এ জন্য তিনি এলাকবাসীকে ধৈর্য ধরতে বলেছেন।

বড়পুকরিয়া খনির কয়লা চুরি ও বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকার প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি নিয়ে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কয়লা চুরির বিষয়ে ইতোপূর্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা মঙ্গলবার এ বিষয়ে প্রতিবেদন জমা দেবেন। তদন্তে যাদের বিরুদ্ধে অনিয়মে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যাবে, সবার বিরুদ্ধে মামলা করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, আপাতত সিরাজগঞ্জে উৎপাদিত কিছু বিদ্যুৎ রংপুর অঞ্চলে সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। সঙ্কট মোকাবেলায় সিরাজগঞ্জের বিদ্যুৎকেন্দ্রেগুলোতে উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নেয়া হচ্ছে।

(ওএস/এসপি/জুলাই ২৩, ২০১৮)