লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি : “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, “ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা”- এ শ্লোগানে উদ্ভুদ্ধ হয়ে নড়াইলের লোহাগড়ায় ৪ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।

লোহাগড়া উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে লোহাগড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সবুজ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি)এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সোমবার বিকাল ৩ টায় মেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মো: জসিম উদ্দিন (পিপিএম)।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা কৃষি সম্প্রারন অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায়, উপজেলা কৃষি অফিসার সমরেন বিশ্বাস, লোহাগড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানসহ প্রমুখ।

মেলায় বিভিন্ন প্রজাতির বৃক্ষের ২০ টি স্টল রয়েছে। মেলাকে জাঁকজমকপূর্ণ করার জন্য প্রতিদিন বিকালে জারি গান, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

(আরএম/এসপি/জুলাই ২৩, ২০১৮)