তথ্যপ্রযুক্তি ডেস্ক : ঢাকা সাবমেরিন ক্যাবলের মেরামত কাজের জন্য আগামী ২৫ থেকে ৩০ জুলাই ইন্টারনেটের ধীরগতি থাকতে পারে। রবিবার বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান এ তথ্য জানিয়েছেন।

মশিউর রহমান বলেন, ওই সময় এসইএ-এমই-ডব্লিইই-৪ নামের সাবমেরিন ক্যাবলটির মেরামত কাজ করা হবে। তবে আন্তর্জাতিক স্থল ক্যাবল (আইটিসি) এবং দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডব্লিইই-৫ এর উপস্থিতি ইন্টারনেটের গতি যাতে তীব্রভাবে না কমে সে দিকটি লক্ষ্য রাখা হবে।

২০০৫ সাল থেকে বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডব্লিইই-৪ এর সাথে যুক্ত রয়েছে। এর মাধ্যমে ২৫০ জিবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ গতি পায় বাংলাদেশ।

পরে ২০১৭ সালে সেপ্টেম্বরে পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডব্লিইই-৫ এর অবতরণ স্টেশন নির্মাণ করা হয়।

দ্বিতীয় ক্যাবলের মাধ্যমে বাংলাদেশ ১৫০০ জিবিপিএস ইন্টারনেট গতি পায় বলে বলা হচ্ছে। এ ছাড়াও দেশে আরও ছয়টি বিকল্প সাবমেরিন ক্যাবল সংযুক্ত রয়েছে।

(ওএস/এসপি/জুলাই ২৩, ২০১৮)