স্টাফ রিপোর্টার : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত গণশুনানিতে বীমাগ্রাহকদের ফ্রি আইনি পরামর্শ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের লাইফ ও নন-লাইফ বীমা খাতে পরামর্শদাতা প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কনসালটেন্টবিডি।

মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিআরএতে অভিযোগ দাখিল ও শুনানিতে প্রয়োজনীয় আইনি পরামর্শ দেবে ইন্স্যুরেন্স কনসালটেন্টবিডি।

দেশের লাইফ ও নন-লাইফ বীমা দাবি নিষ্পত্তি করতে গণশুনানি আয়োজন করেছে আইডিআরএ। যে কোনো বীমা দাবি আদায়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ কর্তৃপক্ষে অভিযোগ দাখিল করতে পারবেন বীমাগ্রাহকরা।

ইন্স্যুরেন্স কনসালটেন্টবিডি'র পরিচালক এ কে এম এহসানুল হক বলেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর বীমা সম্বন্ধে স্বল্প জ্ঞান ও ধারণার কারণে ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ দায়েরের ব্যাপারে সহায়তা দিতে আমরা এ উদ্যোগ নিয়েছি।

ইন্স্যুরেন্স কনসালটেন্টবিডি'র সঙ্গে যোগাযোগের ঠিকানা- ৫৩ মডার্ন ম্যানসন, মতিঝিল সি/এ, লেভেল # ১১, স্যুট # ৬, ঢাকা-১০০০। মোবাইল: +৮৮০ ১৭২৪ ১১৭৬০৫। ই-মেইল: [email protected] অথবা [email protected]

(ওএস/এসপি/জুলাই ২৪, ২০১৮)