আন্তর্জাতিক ডেস্ক : মিসরের সিনাই উপত্যকায় উত্তরে মর্টার হামলায় একজন নিরাপত্তা কর্মকর্তাসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন।

প্রাদেশিক রাজধানী আল-আরিশে রবিবার এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সন্ত্রাসীরা ওই মর্টার সেল নিক্ষেপ করেছিল বলে ধারণা করা হচ্ছে। মর্টার সেলটি একটি নিরাপত্তা চৌকির পার্শ্ববর্তী আবাসিক এলাকায় আঘাত হানে। এতে সাতজন নিহত ও অপর ২৫ জন আহত হন।

অন্যদিকে, মর্টার হামলা চালানোর কিছুক্ষণ পরই নিরাপত্তা বাহিনীর ওপর দুইটি রকেট আঘাত হানে। এতে এক নিরাপত্তা কর্মকর্তা নিহত ও অপর সাতজন আহত হন।

গত বছরের জুলাইয়ে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর সিনাইয়ে ইসলামপন্থী সন্ত্রাসীরা ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে। সূত্র : পিটিআই

(ওএস/এইচআর/জুলাই ১৪, ২০১৪)