নাটোর প্রতিনিধি : “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এই মেলার উদ্বোধন করেন।

পরে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র কে.এম. জাকির হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল প্রামানিক, শেখ ফজিলাতুন্নেছা মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল আহমেদ, মাঝগাঁও ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম প্রমুখ।

বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৫০ টি পেয়ারার চারা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০০ টি আম রুপালির চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

(এসবি/এসপি/জুলাই ২৪, ২০১৮)