কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় মঙ্গলবার দুপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর মা দের অংশগ্রহণে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ বিষয়ক এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৭৯ টি প্রাথমিক বিদ্যালয় থেকে ১০ জন করে শিক্ষার্থীর মা রা উপস্থিত ছিলেন।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ইন্দু ভূষণ দেব, শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব শেখ মো. জসিম উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অ্যাড. মোঃ রেজাউর রহমান লস্কর মিঠু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিব হাসান, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ মাহবুবুদ্দিন আহমদ সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম,মো: মনিরুজ্জামান মনির,আফরোজা রোজী, প্রমুখ।

(এসকেডি/এসপি/জুলাই ২৪, ২০১৮)