আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীর খাকদান গ্রাম থেকে মঙ্গলবার গভীর রাতে ৪ জুয়ারীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার সকালে আদালতর মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে আমতলী উপজেলার খাকদান গ্রামের আলতাফ হোসেন হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে তার একটি পরিত্যক্ত ঘর থেকে কাঠালিয়া গ্রামের ইউনুস মৃধার ছেলে বেল্লাল মৃধা (২৬), কাঠালিয়া গ্রামের রাসেল মৃধার ছেলে নাসির মৃধা (৩০), সোনাখালী গ্রামের ইউসুব হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (২৮) গলাচিপা উপজেলার নলুয়াবাগি গ্রামের জয়নাল মৃধার ছেলে বাবুল মৃধা (২৭) কে জুয়া খেলার তাস ও নগদ ২৩ হাজার টাকা ৪টি মোবাইলসেটসহ মঙ্গলবার গভীর রাতে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমলেশ চন্দ্র মজুমদার প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আমতলী থানার ওসি তদন্ত মো: নুরুল ইসলাম বাদল জানান, ৪ জুয়ারিকে বুধবার সকালে জেল হাজতে পাঠানো হয়।

(এন/এসপি/জুলাই ২৫, ২০১৮)