আন্তর্জাতিক ডেস্ক : ইরাকজুড়ে রবিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৩৩ জন সুন্নি বিদ্রোহী নিহত হয়েছেন বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

তিকরিতের আল-কোয়াদশিয়া জেলায় প্রথমে সংঘর্ষ শুরু হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ওই হামলায় কমপক্ষে ২৬টি যানবাহন ধ্বংস করা হয়েছে ও ৪১ জন বিদ্রোহী নিহত হয়েছেন বলে সিনহুয়া সেনাবাহিনীর মুখপাত্র কুয়াসিম আত্তার বরাত দিয়ে জানিয়েছে।

বিদ্রোহীরা আল-কোয়াদশিয়া জেলার দখল নেওয়ার চেষ্টা করছিল বলে কুয়াসিম আত্তা জানান।

আত্তা আরও জানান, অল্প সময়ের মধ্যে তিকরিতকে বিদ্রোহীদের দখলমুক্ত করতে ইরাকি বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তবে বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা এড়াতে তাদের সতর্কতার সঙ্গে অভিযান চালাতে হচ্ছে।

রাজধানী বাগদাদ থেকে দুইশ’ কিলোমিটার উত্তরে বেইজি শহরের কাছে বেইজি তেল শোধনাধারে বিদ্রোহীরা ফের আক্রমণ চালালে তা প্রতিহত করেছে নিরাপত্তা বাহিনী। এ সময় ২০ জন বিদ্রোহী নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে হাদিথা শহরের দখল নেওয়ার জন্য বিদ্রোহীদের প্রচেষ্টা প্রতিহত করেছে নিরাপত্তা বাহিনী। ওই সংঘর্ষে সরকার নিয়ন্ত্রিত আধা সামরিক বাহিনীর দুই সদস্য ও একজন সেনা কর্মকর্তাসহ বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

(ওএস/এইচআর/জুলাই ১৪, ২০১৪)