নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৫ মহিলাসহ ১২জন আহত হয়েছে। বুধবার বেলা ১০টায় উপজেলার হাজিনগর ইউনিয়নের গণপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুত্রে জানা যায়, গণপুর গ্রামের বিরসা, ডালিয়া ও সাটুয়ার ওয়ারিশগণ গ্রামের পার্শ্বে মাত্র সোয়া দুবিঘা জমিতে আমন চারা রোপনের জন্য চাষের কাজ করছিলেন। সেই সময় ক্রয়সূত্রে মালিকানা দাবীদার বারসু ও রাইচুর ওয়ারিশগণ বিরসা, ডালিয়া ও সাটুয়ার ওয়ারিশগনের উপর অতর্কিত হামলা চালালে উভয় পক্ষের ৫ মহিলাসহ ১২জন আহত হয়েছে।

আহতরা হলেন- মহিকান্ত (৪৫), পিতা- মৃত-বুধু সরদার, কেশরী (২০), পিতা- কার্তিক কুমারী (৪৫), স্বামী- বুধু সরদার, শ্রী বাবুল (৩০), পিতা-আচল সরদার, শ্রীমতি ববিতা (৩০), স্বামী- সুনিল, শ্যামল (২৫) পিতা- বাতাসু, কার্তিক (২৫) পিতা- বাতাসু, ফুলমনি (৪৫) স্বামী- আইচো, আদরী (২০) স্বামী- সুনিল, সুনিল (২৫), পিতা- বাতাসু, লাবনী (২৫) স্বামী- বাবুল, আইচো সরদার, পিতা- বিরসা সরদার।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম বলেন, বাড়ীর পার্শ্বে সামান্য জমি নিয়ে মারামারিতে উভয় পক্ষের প্রায় ১২জন আহত হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাই। তদন্ত চলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

(বিএম/এসপি/জুলাই ২৫, ২০১৮)