স্টাফ রিপোর্টার, দিনাজপুর : কয়লা গায়েবের ঘটনায় পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজ উল্লাহসহ বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) বোর্ডের ৬ সদস্য দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে ঝটিকা সফর করেছেন। ঝটিকা সফরে বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমের কাছে কোন মুখ না খুলেই ঢাকায় ফিওে গেছেন।

বুধবার ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা খনিতে অবস্থান করে পরে ঢাকা ফিরে যান।

বিসিএমসিএল বোর্ডের অপর সদস্যরা হলেন, ডক্টর নেহাল (সাবেক মহাপরিচালক জিএসবি), ডক্টর মুসফিকুর আহমেদ (অধ্যাপক, ভুতত্ত্ব ও খনিজ সম্পদ বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়), জহুরুল হক (অতিরিক্ত সচিব, জ্বালানী বিভাগ), রতন চন্দ্র পন্ডিত (অতিরিক্ত সচিব, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানী মন্ত্রণালয়) এবং আইয়ুব খান (পেট্রোবাংলার পরিচালক ও কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক)।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সানাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

(এসএএস/এসপি/জুলাই ২৫, ২০১৮)