কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ার স্থানীয় শীতলক্ষ্যা নদীর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে বিআইডব্লিউটিএ কর্তৃক খনন কাজ শুরু হয়েছে। এ ব্যাপারে আজ বুধবার দুপুরে নদী খনন কাজের ঠিকাদার মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজের পক্ষে কাপাসিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিআইডব্লিউটিএ কর্তৃক নদী খনন কাজের বাস্তবায়নাধীন শীতলক্ষ্যা নদীর ডেমরা-ঘোড়াশাল-কাপাসিয়া- কটিয়াদী নৌ-পথের কাপাসিয়া অংশের সুনির্র্দিষ্ট বর্ণনা উপস্থাপন করেন ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে এম এইচ নোমান।

তিনি জানান, শীতলক্ষ্যা নদীর কাপাসিয়া অংশের বিভিন্ন স্থানে দুই লাখ কিউবিক মিটার খনন কাজ হবে। এতে ৩ কোটি ৪ লাখ ২০ হাজার দুই টাকা ব্যায় হবে।

মতবিনিময় সভায় উপস্থিত কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্ জানান, স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি শীতলক্ষ্যা নদীর নাব্যতা বজায় রাখার জন্য জরুরী ভিত্তিতে ডেজিং করার জন্য ইতিপূর্বে আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেছিলেন। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ‘নদী বাচাঁও, দেশ বাচাঁও’ কর্মসূচির অংশ হিসাবে শীতলক্ষ্যা নদীর নাব্যতা বজায় রাখতে খনন কাজ শুরু করা হয়েছে।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস ছামাদ, কাপাসিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সাংবাদিক জাকির হোসেন কামাল, নুরুল আমীন সিকদার, শাকিল হাসান, বেলায়েত হোসেন শামীম, সমীর বনিক, আব্দুল কাইয়ূম প্রমূখ।

(এসকেডি/এসপি/জুলাই ২৫, ২০১৮)