সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নজিরবীহন নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের (বীরমহরী) ইউপি সদস্য পদে বুধবার উপ- নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সদস্য পদে ৪ শ ৫১ ভোট পেয়ে তালা প্রতীকে মো: নাঈমুল ইসলাম ভূঞা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। উপ-নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন অফিসার মো: জহিরুল হক জানান, বীরমহরী একটি গ্রাম নিয়েই একটি ওয়ার্ড। এই ওয়ার্ডের মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৩শ ১৫ জন। এর মধ্যে পুরুষ ৬ শ ৪৪, নারী ৬ শ ৭১।

গত ইউপি নির্বাচনে নির্বাচিত ইউপি সদস্য সুরুজ মিয়া চলতি বছরের গত ৪ মে মারা যান। এর ফলে আসনটি শূণ্য হয়। নির্বাচন কমিশন এই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য ঘোষিত তপছিলে গত ২৪ জুন মনোনয়নপত্র জমা, ২৬ জুন যাচাই বাচাই, ৩ জুলাই প্রত্যাহার এবং ২৫ জুলাই ভোট গ্রহনের দিন ধার্য করেছিলেন।

রিটার্নিং অফিসার আরো জানান, তিনি সহ নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করার জন্য ১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ১ জন প্রিজাইডিং অফিসার সহ ১০ জন ভোট গ্রহন কর্মকর্তা, ৩২ জন পুলিশ, ২৬ জন র‌্যাব সদস্য, ১৭ জন আনসার ভিডিপির সদস্য দায়িত্বে ছিলেন। এছাড়া সার্বক্ষনিক তদারকির দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ ও কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান।

প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জিয়াউল হক জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নারী পুরুষ স্বতঃস্পুর্ত ভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে কাস্টিং ভোটের সংখ্যা ৯ শ ৪, বাতিল ১২, হারিয়ে যাওয়া ভোট ৫টি এবং বৈধ ভোটের সংখ্যা ৮ শ ৮৭টি। তিনি জানান, তালা প্রতীকে মো: নাঈমুল ইসলাম ভূঞা ৪ শ ৫১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ফুটবল প্রতীকে মো: লিটন মিয়া পেয়েছেন ৪ শ ৩৬ ভোট।

(এসবি/এসপি/জুলাই ২৫, ২০১৮)