স্পোর্টস ডেস্ক, ঢাকা : কাকতাল কিংবা বলতে পারেন কুসংস্কার। সেমিফাইনালে আর্জেন্টিনার জয়টি এসেছিল পাবলো জাবালেতার রক্ত ঝরিয়ে। ২৪ বছর পর তার দল উঠেছিল ফাইনালে।

অন্যদিকে, ফাইনালে রক্ত ঝরিয়ে জার্মানিকে জয় এনে দেন বাস্তিয়ান শোয়েনস্টাইগার। বিশ্বকাপের শিরোপাও ওঠে তাদের হাতে। তবে জার্মান তারকার রক্ত ঝরানোর নেপথ্যের কারণ কি? ফাইনালে মাঠে নামার আগে জার্মানি কোচ জোয়াকিম লোর কাছে গিয়ে একটা আবদার করে বসেন শোয়েনস্টাইগার।

লিওনেল মেসিকে তিনি আটকাবেন! লো তাকে বলেছিলেন, ‘তুমি একজন মিডফিল্ডার, মেসিকে আটকাতে যাবে কেন?’ শোয়েনস্টাইগার জবাবে বলেছিলেন, ‘দেখুন, মাঠে কি করি।’ হ্যাঁ, ঠিকই করে দেখিয়েছেন। মেসিকে আটকাতে জার্মানের চার ডিফেন্ডারকে যোগ্য সঙ্গ দিয়েছেন শোয়েনস্টাইগার। এ জন্য প্রতিপক্ষের রোষাণলেও পড়তে হয়েছে তাকে। বার বার আঘাত পেয়েও মাঠ ছাড়েন তিনি। ঝরিয়েছেন রক্তও। তাতে কি? শিরোপা জয়ের আনন্দের স্রোতে সে রক্ত ঝরা হয়েছে স্বার্থক।

(ওএস/পি/জুলাই ১৪,২০১৪)