বাগেরহাট ও শরণখোলা প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে মুক্তিপণের দাবিতে পাঁচ জেলে অপহরণ করেছে বনদস্যুরা। মঙ্গলবার গভীর রাতে বনদস্যু ছাত্তার ভাই বাহিনী নামের নতুন একটি দস্যুদল শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির জেটিতে নোঙ্গর করে থাকা ট্রলার বহরে হানা দিয়ে পাঁচ ট্রলার থেকে ওই পাঁচ জেলেকে মুক্তিপনের দাবীতে অপহরণ করে নিয়ে যায়। সুন্দরবন বিভিাগ, কোস্টগার্ড, মৎস্য ব্যবসায়ীরা  এ তথ্য নিশ্চিত করেছে।

অপহৃত জেলেদের মধ্যে চার জনের নাম জানা গেছে। এরা হলেন শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী জাকির দর্জির জেলে রাসেল (২৫), পাথরঘাটার হারিটানা গ্রামের ইদ্রিস মোল্লা (৩০), হালিম খানের পুত্র রফিক খান (২৮) ও কচুয়া উপজেলার ইয়াসিন (৩০)।

অপহৃত জেলেদের মহাজনরা জানান, সাগরে মাছ ধরার পর দিন শেষে ওই ট্রলারগুলো শ্যালারচর টহল ফাড়ির জেটিতে নোঙ্গর করে থাকে। গভীর রাতে বনদস্যু ছাত্তার ভাই বাহিনীর ১০-১২ জন সশস্ত্র দস্যু ট্রলার বহরে হানা দিয়ে জেলেদের মারধর করে আতঙ্ক সৃষ্টি করে। পরে পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। তবে, মুক্তিপণের টাকা নির্ধারণ করেনি দস্যুরা।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন জেলে অপহরণের কথা নিশ্চিত করে বলেন, ঘটনাটি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মোংলা কোষ্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ মুঠোফোনে বলেন, সুন্দরবনের টিয়ারচরের কাছে জেলে অপহরণের কথা শুনেছি। জেলেদের উদ্ধারে কোষ্টগার্ড কোকিলমনি ষ্টেশনের সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে।

(এসএকে/এসপি/জুলাই ২৫, ২০১৮)