ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর পাকশীস্থ পদ্মা নদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে কারেন্ট জাল আটক করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নকল্পে বুধবার সন্ধ্যায় এই মোবাইল কোর্ট নিয়ে অভিযান পরিচালনা করা হয়। 

পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোকলেছুর রহমান এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানের সময় উপজেলা নির্বাহী অফিসার আল মামুন, সহকারী কমিশানর (ভূমি) যুবায়ের হোসন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাকিলা জাহান এবং পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাকিলা জাহান জানান, অভিযানের সময় জেলেরা জাল ফেলে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। আটককৃত জাল পুড়িয়ে দেয়া হযেছে। এখন থেকে নিয়মিত পদ্মা নদী এলাকায় অভিযান পরিচালিত হবে বলে তিনি জানিয়েছেন।

(এসকেকে/এসপি/জুলাই ২৬, ২০১৮)