স্পোর্টস ডেস্ক, ঢাকা : দিয়েগো ম্যারাডোনা ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে কাপ জিতিয়েছিলেন। তবে চার পর ফাইনালে জার্মানির কাছে হেরে ‘ট্রাজিক হিরো’ খেতাবে ভূষিত হন তিনি।

লিওনেল মেসিও হাঁটলেন সে পথেই। ২৪ বছর পর ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে সেই জার্মানির কাছে হেরে ট্রাজিক হিরো ম্যারাডোনার পাশে নাম লেখালেন মেসি।

১৯৯০ সালে তৎকালীন পশ্চিম জার্মানির কাছে ১-০ ব্যবধানে হেরেছিল ম্যারাডোনার আর্জেন্টিনা। দুই যুগ পর মেসির আর্জেন্টিনাও পেল ১-০ ব্যবধানে হারের স্বাদ।

ইতিহাস গড়া হলো না বার্সেলোনা সুপারস্টারের। মেসিও পেলেন ‘ট্রাজিক হিরো’র উপাধি। বিশ্বকাপ শুরুর আগে চার চার বার ব্যালন ডি’অর জয়ী মেসিকে আর্জেন্টাইনরা শুধু ম্যারাডোনার সঙ্গে তুলনা করেননি, বসিয়ে দিয়েছিলেন তার পাশেই।
পুরোপুরি না হলেও আর্জেন্টিনার সিংহাসনে আংশিক জায়গা পেয়েছেন মেসি। ফুটবলের রাজপুত্রের পাশেই বসে গেলেন লিওনেল মেসি। পার্থক্য শুধু একটাই। আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে নয়, রার্নাস-আপ হয়ে। তবে এটাও কম কিসে?

(ওএস/পি/জুলাই ১৪, ২০১৪)