রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ও বীরবাসিন্দা ইউপি নির্বাচনে লিয়াকত আলী তালুকদার ও ছোরহাব আলী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পারখী ইউপি নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলী তালুকদার হোন্ডা প্রতীকে ৩,৫৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগের নৌকা প্রতীকে এড. আজিজুর রহমান তোতা ২,৮৪৪ ভোট পেয়েছেন।

বীরবাসিন্দা ইউনিয়নে আ’লীগের প্রার্থী ছোরহাব আলী নৌকা প্রতীকে ৩,৭৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগের বিদ্রোহী প্রার্থী মো: সেলিম শিকদার আনারস প্রতীকে ২,৮৭৫ ভোট পেয়েছেন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা দু’টি ইউনিয়নের ১৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলে। বৃষ্টি উপেক্ষা করেই ভোটাররা আনন্দ উদ্দীপনার মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দেয়। নির্বাচন অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে নির্বাচন অফিস সুত্র জানিয়েছে।

(আরকেপি/এসপি/জুলাই ২৬, ২০১৮)