নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : শিক্ষার মান রক্ষা করি, উন্নত বাংলাদেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা শুভ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, কাইচাইল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাইচাইল ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, শহীদ আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া, একাডেমীক সুপারভাইজার ইরা গোস্বামী, সৈয়দা সাজেদা চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আত্তাপ হোসেন, বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান সরদার প্রমুখ।

এ সময় উপজেলা সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মাদ মোর্তজা আহসানকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসানকে স্বাগত জানানো হয়। এ ছাড়াও শিক্ষার্থীদের কিশোর বাতায়নে সারাদেশের মধ্যে ১৬ জন ফরিদপুর জেলায় অবস্থান পায়। তার মধ্যে ১০ ই নগরকান্দায় শিক্ষার্থী। উক্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও তাদের উপহার সামগ্রী প্রদান করা হয়।

(এনএস/এসপি/জুলাই ২৬, ২০১৮)