মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা গ্রামে প্রতিপক্ষের হামলায় লাল খাঁ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে আহত লাল খাঁর চিকিৎসা চলাকালিন অবস্থায় নিজ বাড়িতে মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, গত বছরের ৯ নভেম্বর মৌশা গ্রামের লাল খাঁর জমিতে একই গ্রামের বক্কারের ছেলে সোহরাব কবুতর ধরার ফাঁদ পাতে। বিষয়টি দেখতে পেয়ে লাল খাঁ তাকে জমিতে ফাঁদ পেতে কবুতর ধরতে নিষেধ করে। এ নিয়ে লাল খাঁ ও সোহরাবের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে সোহরাব সংঘবদ্ধ হয়ে লাল খাঁ এবং তার ছেলেদের অতর্কিত ভাবে মারধর করে। এসময় প্রতিপক্ষের আঘাতে লাল খাঁ ও তার ছেলেরা আহত হয়। আহতদের মধ্যে লাল খার অবস্থা গুরুতর হওয়ায় তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় মহম্মদপুর হাসপাতাল থেকে মাগুরা এবং পর্যায়ক্রমে তাকে যশোরে চিকিৎসা দেওয়া হয়। এক পর্যায়ে চিকিৎসকরা তাকে বাড়িতে রেখে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার ভোর রাতে সে মারা যান।

এ বিষয়ে নিহতের স্ত্রী ডালিম বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে চলতি বছরের ২৮ জুন আদালতে একটি মামলা দায়ের করেন।

মহম্মদপুর থানার ওসি মো: তরীকুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ডিসি/এসপি/জুলাই ২৬, ২০১৮)