কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় গতকাল বৃহস্পতিবার  উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া গ্রামে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত আউশ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা  সিমিন হোসেন রিমি এমপি সরাসরি মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং কৃষানীদের কৃষি কাজে বিশেষ অবদান রাখার জন্য ধন্যবাদ জানান এবং কৃষি কাজে নারীদের আরো বেশি অবদান রাখার জন্য উদ্ভোদ্ধ করেন। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আউশ ধানের প্রযুক্তি নিয়ে এই মাঠ দিবসের অনুষ্ঠানে কৃষান-কৃষানীরা তাদের ধান আবাদের বিভিন্ন সমস্যা ও সফলতা তুলে ধরেন। প্রায় পাঁচ শতাধিক কৃষান-কৃষানী এতে অংশগ্রহন করে।

কৃষানী বিলকিছ বেগম জানায়, আমি আউশ ধানের আবাদ করি এবং বিভিন্ন ফলের চাষ করে সফলতা অর্জন করেছি আমার পরিবারের অভাব দুর হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আশীষ কুমার কর, বক্তব্য রাখেন আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, উপ-পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ী মোঃ মাহবুব আলম, গাজীপুর জেলা কৃষি প্রশিক্ষন অফিসার জসিম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদ সদস্য ও যুবলীগ সভাপতি মাহ্বুব উদ্দীন আহমদ সেলিম, সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।

সিমিন হোসেন রিমি বলেন, একটি রাষ্ট্রকে আমরা তখনই উন্নত রাষ্ট্র বলতে পারি যখন সে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ। আমাদের দেশের মাটি হল স্বর্ণ এই স্বর্ণকে কাজে লাগীয়ে আমাদের দেশে সবুজ বিপ্লব ঘটাতে হবে যা আপনাদের পক্ষেই সসম্ভব। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার তাই কৃষকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছে। জমিতে ফসল ফলাতে কোন সমস্যা মনে হলে আপনারা কৃষি কর্মকর্তাদেরকে জানাবেন প্রয়োজন হলে আপনারা আমাকে জানাবেন আমি এসে আপনাদের পাশে দাঁড়াব।

(এসকেডি/এসপি/জুলাই ২৭, ২০১৮)