স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলাম, আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে  ইনশাআল্লাহ্ এদেশ থেকে মাদক নির্মূল করেই ছাড়বো। 

বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত জনপদ লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাদক বিরোধী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) ড.বেনজীর আহমেদ পিপিএম (বার) প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন।’

র‌্যাবের ডিজি আরো বলেন, এদেশে কোন মাদক ব্যাবসায়ীর স্থান হবেনা, মাদক ব্যাবসায়ী, মাদকসেবী যতো বড়ই ক্ষমতাশালী হোকনা কেন কেউ ছাড় পাবেনা। ইতোমধ্যে সারাদেশে অনেক মাদক ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। বাংলাদেশে যতোবারই জঙ্গী উত্তানের চেষ্টা করেছে আমরা ততো বারই কঠোর হস্তে জঙ্গী দমন করেছি।’

সুনামগঞ্জ জেলা প্রশাসন, র‌্যাব- ৯, সুনামগঞ্জ জেলা পুলিশ,তাহিরপুর উপজেলাবাসীর সহযোগীতায়
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার সভাপতি কাসমীর রেজার সভাপতিত্বে মহাসমাবেশে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, র‌্যাব -৯ সিলেটের অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হারুনুর রশিদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ -২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবুল এহসান পিবিজিএম, পিএসসি, র‌্যাব- ৯ সুনামগঞ্জ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক ডা. সাজিদুল হাসান, আয়োজক সংস্থার সহ-সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, আরসি সদস্য সজিব আহমদ সজল প্রমুখ।

সমাবেশে সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার, সাধারন সম্পাদক হাজী মোশারফ হোসেন তালুকদার, র‌্যাব, বিজিবি, পুলিশ সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন প্রমুখ।’সমাবেশ শেষে বিকেলে দেশের বেতার টিভির খ্যাতনামা শিল্পীগণ কনসার্টে সঙ্গীত পরিবেশ করেন

(এ/এসপি/জুলাই ২৭, ২০১৮)