স্পোর্টস ডেস্ক, ঢাকা : লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া ২০১৪ বিশ্বকাপের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেল। সবচেয়ে কম হলুদ কার্ড পাওয়া, ইতিবাচক খেলা, প্রতিপক্ষের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালসদের প্রতি সম্মান দেখানো ইত্যাদি দিক বিবেচনা করে ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দিয়ে থাকে।

কলম্বিয়া ব্রাজিল বিশ্বকাপে ৫ ম্যাচে মাত্র ৫টি হলুদ কার্ড পেয়েছে। সবচেয়ে কম হলুদ কার্ড পাওয়া দল তারাই। আর সে কারণেই কলম্বিয়ার ঝুলিতেই উঠেছে ফেয়ার প্লে এর পুরস্কার।

কিন্তু প্রশ্ন থেকে যায়, যে দল নেইমারের মতো একজন তারকা খেলোয়াড়কে হাঁটু দিয়ে আঘাত করে মেরুদন্ডের হাড় ভেঙে দেয়, সে দল কিভাবে ফেয়ার প্লে এর পুরস্কার পায়? বলতে গেলে বাজে রেফারিং এর কারণে ২০১৪ বিশ্বকাপের ফেয়ার প্লে এর পুরস্কারটা ফেয়ার হয়নি। সেটা ঠিকমতো হলে কলম্বিয়া নয়, আর্জেন্টিনা পেতে পারত এই পুরস্কারটি।

(ওএস/পি/জুলাই ১৪, ২০১৪)