চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বোয়ালিয়া গ্রামে ৩৩৩ ওয়ানস্টপ সার্ভিসে কল করায় প্রশাসনের হস্তক্ষেপে স্কুলছাত্রী হনুফা খাতুন (১৪) এর বাল্য বিয়ে বন্ধ হলো। 

বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারের ওয়ানস্টপ কল সার্ভিস ৩৩৩ এ কল করায় তাৎক্ষনিক গায়ে হলুদের দিনেই বাল্যবিয়ে বন্ধ হয়।

জানা যায়, উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের হাসান আলীর মেয়ে মহেলা হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী হনুফা খাতুনের বিয়ের সকল আয়োজন সম্পন্ন হয়। বৃহস্পতিবার কনের গাঁয়ে হলুদও সম্পন্ন হয়।

হনুফা খাতুনের বিয়ে পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের (নাম জানা যায়নি) সাথে ঠিক করেন তার পরিবারের লোকজন। শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিলো হনুফার।

বাল্য বিয়ে বন্ধে স্থানীয় এক ব্যক্তি সরকারের ওয়ানস্টপ কল সার্ভিস ৩৩৩ এ কল করে বিষয়টি জানালে উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার দ্রুত উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা আফজাল হোসেনকে বিষয়টি জানালে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে হনুফাদের বাড়িতে যান এবং হনুফার বাবা-মা এবং পরিবারের সকলকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করলে ১৮ বছর না হওয়া পর্যন্ত তারা মেয়ের বিয়ে দেবেন না বলে প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছেন।

(এসএইচএম/এসপি/জুলাই ২৭, ২০১৮)