সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে সাংবাদিকদের সাথে বিদায়ী পুলিশ সুপারের মতবিনিময় সভা শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেন, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সহায়তা এবং পুলিশের ব্যাপক তৎপরতার কারণে জঙ্গিবাদে আক্রান্ত হয়নি সিরাজগঞ্জ। আমরা জঙ্গিবাদ বিরোধী ৭টি মামলা দায়ের করেছি।

দ্রুতগতিতে সেসব মামলা এগিয়ে চলছে। ইতিমধ্যে দুটি মামলার রায় হয়েছে। বাকি ৫টি মামলা বিচারাধীন রয়েছে। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক বাবু ইসলাম, হারুন-অর-রশিদ খান হাসান, হেলাল আহমেদ, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু প্রমুখ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজহারুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন, সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিনসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(এমএএম/এসপি/জুলাই ২৮, ২০১৮)