বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সামাজ সেবা অফিসার মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে রাতের আধারে অফিসের মালামাল বিক্রি করার অভিযোগ উঠেছে। সরকারি কোন নিয়ম নীতি ছাড়াই তিনি নিজের নামের পরিচয়ে এই মালামাল বিক্রি করা অবস্থায় স্থানীয়রা বৃহষ্পতিবার রাতে তাকে আটক করে। পরে বিক্রিত মালামাল ফেরত নিয়ে রক্ষা পেয়েছেন। 

মোল্লাহাট উপজেলা সামাজ সেবা অফিসার মো. মাহবুবুর রহমন, অফিসের মালামাল অকেজো দেখিয়ে রাতের আধারে বিক্রি করা কালে স্থানীয়রা বৃহষ্পতিবার রাতে তাকে আটক করেন। পরে বিক্রিত মালামাল ফেরত নিয়ে রক্ষা পেয়েছেন। এই কর্মকর্তা এরআগে বিভিন্ন অপরাধের কারণে মোংলা উপজেলার দায়িত্বে থাকা অবস্থায় তিনি সাময়িক বহিষ্কার হয়েছিলেন।

বাগেরহাট জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ মোস্তফার সাথে কথা হলে তিনি জানান, সরকারী কিছু নিয়ম নীতি মেনে অফিসের মালামাল বিক্রি করতে হয়। এভাবে কেউ নিজের ইচ্ছায় মালামাল বিক্রি করতে পারে না। আর তার কোন অফিসার মালামাল বিক্রি করতে গিয়ে জনতার হাতে আটকের খবর তার জানানেই।

বিষয়টি সম্পর্কে মোল্লাহাট উপজেলা সামজ সেবা অফিসার মো. মাহবুবুর রহমানের মুঠো ফোন ০১৭৭২-২৭৬২৬৮ এ বারবার চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

(এসএকে/এসপি/জুলাই ২৮, ২০১৮)