দিনাজপুর প্রতিনিধি : হিলি সীমান্তের চুড়িপট্টি ফুটবল খেলার মাঠের পাশ থেকে ভারতের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার ভোর সাড়ে ৩টায় বিজিবি হিলি বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করে।

বিজিবি হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শাহ ফজলুর রহমান জানান, এক ব্যক্তি অস্ত্র নিয়ে সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল চুড়িপট্টির ফুটবল মাঠ এলাকায় আগে থেকে ও‍ৎ পেতে থাকে। সে সময় ভারত থেকে এক ব্যক্তি সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে এলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পরে প্রক্রিয়া শেষে অস্ত্র ও গুলি হাকিমপুর থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

(ওএস/এইচআর/জুলাই ১৪, ২০১৪)