রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে আইন-শৃঙ্খলা, বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদক নির্মূল বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও আইন-শৃঙ্খলা কমিটির বাস্তবায়নে ২দিন ব্যাপী এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এই প্রশিক্ষণে সহায়তা প্রদান করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে ২দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস।

এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান প্রমুখ। ২দিন ব্যাপী এই প্রশিক্ষনে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য, উপজেলায় কর্মরত সংবাদকর্মী, মসজিদের ইমাম, বিবাহ রেজিষ্ট্রার (কাজী) ও গন্যমাণ্য ব্যক্তিরা অংশগ্রহণ করে।

(এসকেপি/এসপি/জুলাই, ২৯, ২০১৮)