কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী
সহিংসতায় ৭ জন আহত হয়েছে। শনিবার সন্ধায় লালুয়া ইউনিয়নের চিংগড়িয়া গ্রামে এ হামলার শামসুল হক, মিরাজ, মিনারা বেগম, হায়াতুন্নেছা, খাদিজা বেগম, রোকেয়া বেগম ও আলম তালুকদার আহত হয়েছে। 

গুরুতর আহত শামসুল হক ও রোকেয়া বেগমকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা এ হামলার জন্য বিজয়ী মেম্বর প্রার্থী মোজাম্মেল হকের সমর্থকদের দায়ী করেছেন।

আহতরা অভিযোগ করেন, নির্বাচনে বিজয়ী মোজাম্মেল হকের কর্মী সমর্থকরা ব্যান্ড পার্টি নিয়ে এলাকায় আনন্দ মিছিল বের করে। এ সময় রাস্তার পাশের দাড়িয়ে এ দৃশ্য দেখতে গিয়ে তাদের উপর হামলা চালানো
হয় ওই মিছিল থেকে। এ সময় ইউনিয়ন চৌকিদারও মনিরকেও মারধর করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

হামলার অভিযোগ অস্বীকার করে বিজয়ী মেম্বর মোজাম্মেল হক বলেন, তারা আনন্দ মিছিল বের করলে প্রতিপক্ষের সমর্থকরা তাদের গালিগালাজ করে। কেউ হামলা করেনি। বরং হাসপাতালে যারা ভর্তি হয়েছে রবিবার সকালে তাদের তিনি দেখে এসেছেন।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(এমকেআর/এসপি/জুলাই, ২৯, ২০১৮)