স্পোর্টস ডেস্ক : আইপিএলের সুবাদে এক ছাদের নিচে বসার সুযোগ হয় বিশ্বের নামি দামি খেলোয়াড়দের। একই টুর্নামেন্টে খেলার সুবাদে স্বাভাবিকভাবে হয়ে যায় বন্ধুত্বও। তবে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ওই বন্ধুত্ব এবার ভুলে যেতে চান ইংল্যান্ডের মারকুটে উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজে কোহলির দলকে শত্রু ভেবেই খেলতে চান তিনি ও তার সতীর্থরা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কোহলির নেতৃত্বে খেলেন ইংল্যান্ডের মঈন আলী আর ক্রিস ওকস। সর্বশেষ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে আজিঙ্কা রাহানের সঙ্গে খেলেছেন জস বাটলার। আগের মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে। স্বভাবতই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ইংলিশ খেলোয়াড়দের বন্ধুত্বের একটা সম্পর্ক আছে।

তবে এ বন্ধুত্বের সম্পর্কটা আসন্ন টেস্ট সিরিজে ভুলে যেতে চান বাটলার। ইংলিশ উইকেটকরক্ষক বলেন, ‘কয়েকজনের সঙ্গে আমি খেলেছি। স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। তবে মাঠে সেটা সম্ভবত ভুলেই যাব। সবাই প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা নিয়ে খেলবে। এখানে পরিচিত মুখ আছে, এমন মানুষ আছে যাদের ক্রিকেটের চেয়েও বেশি কিছু জানি। বিশ্ব ক্রিকেটে এটা এখন দারুণ একটা ব্যাপার। আপনি বিশ্বজুড়ে খেলে দারুণ এই সব মানুষদের সঙ্গে মিশতে পারছেন।’

আইপিএলের বন্ধুত্ব ভুলে তার দলের সবার জয়ের দিকেই মনোযোগ থাকবে, মনে করিয়ে দিয়ে বাটলার বলেন, ‘শুধু মাঠে নয়, ট্রেনিং সেশন আর লাঞ্চ রুমেও বন্ধুত্ব হয়েছে। মঈন ব্যাঙ্গালুরুতে বিরাট এবং চাহালের সঙ্গে খেলেছে। আমি মুম্বাইয়ে খেলেছি হার্দিক পান্ডিয়ার সঙ্গে। তবে আমি নিশ্চিত মাঠে এমন সময় আসবে, যখন মনে হবে এসব বন্ধুত্ব ভুলে গেছি। এটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি জেতার জন্যই খেলেন, মাঠে প্রতিদ্বন্দ্বিতার কমতি রাখার সুযোগ নেই।’

(ওএস/এসপি/জুলাই ৩০, ২০১৮)