সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : তিন দিনের টানা বৃষ্টিতে পটুয়াখালীর গলাচিপায় স্বাভাবিক জীবনযাত্রা হয়ে পড়েছে ব্যাহত। টানা বর্ষণ অব্যাহত থাকায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, কর্মজীবীসহ খেটে খাওয়া মানুষ। রাস্তাঘাট প্রায় ফাঁকা। যানবাহন চলাচল করছে সীমিত। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ। যেসব প্রতিষ্ঠান খুলেছে তারাও ক্রেতা শূন্য অলস সময় পার করছে। 

গত কয়েক দিনের তীব্র তাপপ্রবাহসহ খরার পর টানা বৃষ্টিতে কৃষকের জমিতে পানি জমায় চাষাবাদ সুবিধাজনক হলেও অনেক বীজতলায় পানি জমে গেছে। সবজি ক্ষেতে পানি জমায় তা নষ্ট হওয়ার শংকায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেক কৃষক। পুকুর ও ঘেরের চাষকৃত মাছ নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছেন মৎস্য চাষীরা। বৃষ্টি অব্যাহত থাকলে মাছ বেরিয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। গলাচিপা সদর ইউনিয়নের প্রান্তিক কৃষকরা জানান, তাদের জমির বীজ তলায় পানি জমে গেছে। পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ করলেও তা কাজে আসছে না। বৃষ্টি অব্যাহত থাকলে বীজে পচন ধরার আশংকা করছেন কৃষকরা। বৃষ্টির পানি জমে পৌর শহর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পৌর এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়ায় সাধারণ গৃহস্থলী কাজ হচ্ছে ব্যাহত। বিশেষ করে নিম্নবিত্ত মানুষের রান্না ঘরে পানি জমে যাওয়ায় তারা পড়েছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে। শিক্ষা প্রতিষ্ঠানে যেতে শিক্ষার্থীরা পড়ছেন নানা ভোগান্তিতে। বিশেষ করে গ্রামীন জনপদের শিক্ষক ও শিক্ষার্থীরা পড়েছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে।

এক শিক্ষক জানান, শিক্ষা প্রতিষ্ঠানে কমেগেছে শিক্ষার্থীদের উপস্থিতি।

গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক শিক্ষার্থী জানায়, সকাল দশটায় ক্লাস শুরু হয়। ছাতা নিয়ে আধাঘন্টা ইজি বাইকের জন্য দাড়িয়ে থেকে বইপত্রসহ নিজেও বৃষ্টিতে ভিজেছেন। টানা বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিতে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। জীবীকার তাগিদে এসব মানুষ রাস্তায় বের হলেও কর্মহীন হয়ে ঘুরছেন।

গলাচিপা লঞ্চঘাটের শ্রমিক আলমগীর বলেন, কাজ নেই বসে আছি। সংসারকিভাবে এ চিন্তায় ব্যাকুল হয়ে আছি।

(এসডি/এসপি/জুলাই ৩০, ২০১৮)