সিলেটে প্রতিনিধি : সিলেট নগরীর কুমারপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট মতিউর রহমান আহত হয়েছেন।

সোমবার দুপুরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক নুমেরি জামান।

ডিসি জানান, কুমারপাড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন মতিউর রহমান। এসময় তার গাড়িতে ঢিল পড়লে গাড়ির গ্লাস ভেঙে তিনি আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

নির্বাচনে নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নয়জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এদিকে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে নগরীর দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সোমবার দুপুরে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের শাহ গাজী সৈয়দ বোরহান উদ্দিন (রহ.) মাদ্রাসা (১১৬) ও ২৭ নং ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৪) কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

সিটি নির্বাচনের তথ্য কর্মকর্তার দায়িত্বে থাকা প্রলয় কুমার সাহা এই তথ্য জানিয়েছেন।

শাহগাজী সৈয়দ বোরহান উদ্দিন (রহ.) মাদ্রাসা কেন্দ্রে ভোটার সংখ্যা দুই হাজার ২২১ জন ও হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা দুই হাজার ৫৬৬ জন।

(ওএস/এসপি/জুলাই ৩০, ২০১৮)