রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলায় দক্ষতা বৃদ্ধিমূলক জাইকার সাতদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত উপজেলা পরিচালন ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর উন্নয়ন (ইউজিডিপি) প্রকল্পের প্রথম পর্যায়ের ১০ লক্ষ টাকার আর্থিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হয়। 

প্রাথমিকভাবে দেশের ২০০ উপজেলায় এই প্রকল্পটি বাস্তাবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাণীনগর উপজেলা পরিষদের ৬টি স্থায়ী কমিটি কর্তৃক (আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও প্রাণী, মহিলা বিষয়ক) দুই দিন ব্যাপী ৭টি প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের সার্বিক সহযোগিতায় ছিলেন জাইকার রাণীনগর উপজেলা কর্মকর্তা (ইউডিএফ) মো: আব্দুল্লাহ আল মহিউদ্দীন।

বাস্তবায়িত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে নারীপুরুষ সমতার ভিত্তিতে নির্বাচিত জন প্রতিনিধি, কৃষক, ধাত্রী, খামারি, নতুন উদ্যোক্তা, ইমাম, কাজী, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মোট ৬ শত ৪৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। ২৩ জুলাই কর্মশালা শুরু হয়ে ৩০ জুলাই এই প্রকল্পটি শেষ হয়।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে কর্মশালার সমাপনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভাগীয় প্রশিক্ষণ পরিচালনা করেন নওগাঁ স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মো: মুজিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মো: হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ছনিয়া ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান প্রমুখ।#

(এসকেপি/এসপি/জুলাই ৩০, ২০১৮)