আন্তর্জাতিক ডেস্ক : চিলির উত্তরাঞ্চলীয় উপকূলে রবিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.১। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, চিলির ইকুইফের ২২ কিলোমিটার পশ্চিমে ভূ-পৃষ্ঠের ৩৫.৭ কিলোমিটার গভীরে স্থানীয় সময় বিকাল ৪টা ৫৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
চিলির জাতীয় জরুরি দফতর জানায়, এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত এপ্রিলে একই অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৬ জন নিহত এবং ১০ লাখ লোক গৃহহীন হয়ে পড়ে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৮.২।
চিলির অবস্থান প্রশান্ত মহাসাগরের তথাকথিত রিং অব ফায়ার এলাকায় অবস্থিত হওয়ায় বিশ্বের ভূমিকম্পন দেশগুলোর অন্যতম হচ্ছে চিলি।

(ওএস/এএস/জুলাই ১৪, ২০১৪)