সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে মহিলা অধিদপ্তরের ৩ মাস মেয়াদী সেলাই ও ব্লক বাটিক প্রশিক্ষণ নিয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন ৪০ জন সুবিধা বঞ্চিত নারী।

প্রশিক্ষণার্থী জুলেখা খাতুন, রহিমা পারভিন, আবেদা সুলতানা, রাজিয়া খাতুন , কদভানু, ফুলেরা, জেসমিনসহ অনেকে জানিয়েছেন,

গৃহস্থালীর কাজের শেষে বাড়িতেই অলস সময় কাটে তাদের। নিজের ও পরিবারের জন্য কোন কিছুর প্রয়োজন হলে তাকিয়ে থাকেন স্বামীর পকেটের দিকে। সংসার থেকে অভাব অনটন যেন কাটতেই চায়না। ভাগ্য বদলের হাতিয়ার হিসেবে তারা সেলাই ও ব্লক বাটিকের প্রশিক্ষণ বেছে নিয়েছেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা আকতার বলেন, নারীরা সেলাই ও ব্লক বাটিক প্রশিক্ষণ নিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবেন।

(এমএসএম/এসপি/জুলাই ৩০, ২০১৮)