সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলায় চারা কেনার হিড়িক পরেছে। সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ গাছের চারা কিনছেন। 

রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্ভোদন করা হয়।

শোভা যাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্রের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, মো: মোফাজ্জল হোসেন ভূঞা। এসে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পদক জাহাঙ্গীর চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: দেলোয়ার হোসাইন, সমবায় কর্মকর্তা রবি শংকর পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিলশাদ জাহান, সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো: বজলুর রহমান প্রমুখ। মেলায় ১৪টি স্টল স্থান পায়। এসব স্টলে বিভিন্ন প্রজাতির গাছের চারা তোলা হয়।

কেন্দুয়া পৌরসভার কাউন্সিলর হাবুল খান বলেন, এবারের মেলায় মানুষ উৎসাহের সঙ্গে গাছের চারা কিনছেন। শিক্ষার্থী প্রিয়াংকা শর্মা তুলি মেলা থেকে গাছের চারা কেনার জন্য বছরের শুরু থেকেই পয়সা জমিয়ে রেখেছে।

স্টল মালিকরা জানান, গতবছরের তুলনায় এবার চারা অনেক চারা বিক্রি হচ্ছে। আমরা ৩ দিনের মেলাটিকে সময় বাড়িয়ে দেয়ার দাবী জানাচ্ছি।

সোমবার কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র বলেন, গাছের প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ লাখ শহীদ স্মরনে গাছ লাগানোর যে কর্মসূচি দিয়েছেন তাতে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মনের আনন্দে গাছের চারা কিনে রোপন করছেন।

(এসবি/এসপি/জুলাই ৩০, ২০১৮)