আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া আবাসনের মাঠে ইমপ্রেস এভিয়েশন কোম্পানীর হেলিকপ্টার জরুরী অবতরনের পর বিকল হয়ে গেছে।

হেলিকপ্টারটির পাইলট ক্যাপ্টেন মো. জিয়াউর রহমান জানান, সকাল ৯ টার সময় ঢাকা বিমান বন্দর থেকে কলাপাড়ার পায়রা বন্দর যাওয়ার উদ্দেশে চিনা থার্মাল প্রজেক্টের ৪ জনসহ মোট ৫ জন যাত্রী নিয়ে যাত্রা করেন এবং প্রবল বৃষ্টিপাতের কারনে পায়রা বন্দর বন্দর থেকে ৬ কিলোমিটার দূরে জরুরী অবতরন করতে বাধ্য হন। বৃষ্টিপাত শেষে হলে হেলিকপ্টার ষ্ট্রার্ট করতে গেলে ষ্ট্রার্ট হচ্ছেনা।

এ অবস্থায় ক্যাপ্টেন বিষয়টি কোম্পনীকে জানালে কোম্পানীর আরেকটি হেলিকপ্টারে ইঞ্জিনিয়ার আসবেন বলে জানান। এ অবস্থায় যাত্রীদের পায়রাবন্দর কর্তৃপক্ষ গাড়ী পাঠিয়ে পায়রা বন্দরে নিয়ে গেছেন বলেও ক্যাপ্টেন জিয়াউর রহমান জানান। গ্রামাঞ্চলে হেলিকপ্টার অবতরন করায় শতশত মানুষ ভিড় করেছে হেলিকপ্টার দেখতে।

(এন/এসপি/জুলাই ৩০, ২০১৮)