গাইবান্ধা প্রতিনিধি : ফিলিস্তিনে ইসরাইলী হামলা ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে সোমবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কনভেনশন কমিটি ওই কর্মসূচীর আয়োজন করে। দুপুরে বাসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ডিবি রোডের ১নং রেলগেটে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ইসরাইলী হামলার নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনের মানুষের এই মহা বিপদের সময় জাতিসংঘ হাত-পা গুটিয়ে বসে থাকতে পারে না। বক্তারা ফিলিস্তিনের জনগনের পাশে দাড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। এতে বক্তব্য রাখেন বাসদ নেতা আহসানুল হাবীব সাঈদ, মনজুর আলম মিঠু, নিলুফার ইয়াসমীন শিল্পী প্রমুখ।

(এইচআই/জেএ/জুলাই ১৪, ২০১৪)