স্টাফ রিপোর্টার : বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে কতজন নারী শ্রমিক বিদেশে গেছেন এবং কত ফিরেছেন? -তার একটি সঠিক সংখ্যা ও তথ্য সংক্রান্ত প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিদেশে কতজন নারী শ্রমিক শারীরিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন তারও একটি তালিকা চাওয়া হয়েছে।

এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৩১ জুলাই) হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের আগামী এক মাসের মধ্যে এ প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেয়া হয়েছে।

হাইকোর্টের এ আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। তিনি রিটের পক্ষে আদালতে শুনানি করেন।

(ওএস/এসপি/জুলাই ৩১, ২০১৮)