সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কেন্দুয়ার আয়োজনে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শেষে মঙ্গলবার বিকেলে পুরষ্কার বিতরণী ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিরিন সুলতানা মেলায় প্রথম পুরষ্কার প্রাপ্ত ‘মায়ের দোয়া’ নার্সারীর মালিক আবুল হাসেমের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় ‘ভাই ভাই’ নার্সারী ২য় ও রুনা নার্সারীকে ৩য় পুরষ্কার দেয়া হয়েছে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এ.কে.এম শাখাওয়াত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র পাল, নার্সারী মালিক সমিতির পৃষ্টপোষক মো: ইদ্রিস মিয়া ও রুনা নার্সারীর মালিক আব্দুল বারেক।

মেলায় ১৪টি স্টলে প্রায় ৮ লাখ টাকার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি করা হয়। বিপুল পরিমান চারা বিক্রি হওয়ার ফলে মেলার সময়সীমা ৫ দিন করার দাবী তোলা হয়। অপরদিকে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন সংগঠনের মাঝে বিপুল সংখ্যক চারা বিতরন করা হয়।

(এসবি/এসপি/জুলাই ৩১, ২০১৮)