ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : দেশের সর্বেচ্চ ব্যয়বহুল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালপত্র পরিবহনের জন্য ঈশ্বরদীর রূপপুরে রেলপথ স্থাপনের পর এবার নদীবন্দর স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে সরকার। সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রণালয় নতুন এই বন্দরের জন্য সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে। প্রকল্প সংলগ্ন পাকশী পদ্মা নদীর পাড়ে এই নদীবন্দরের মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজের মালপত্র পরিবহন করা হবে। এর মধ্য দিয়ে দেশে মোট নদীবন্দরের সংখ্যা ৩০শে দাঁড়বে। 

সর্বশেষ গত বছরের মে মাসে সুনামগঞ্জ নদীবন্দর চালু করা হয়েছে। অপর এক গেজেটে নতুন বন্দরটির সংরক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ)। এর আগের ২৯ নদীবন্দরের সংরক্ষকও এই সংস্থাটির বলে জানা গেছে।

সরকার ঈশ্বরদীর রূপপুরে ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। দুটি ইউনিট থেকে এখানে বিদ্যুৎ উৎপাদন হবে। ইতোমধ্যে দুটি চুল্লি নির্মাণের কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩ সালে এই কেন্দ্র হতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করে নির্মাণ কাজ চলেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। দেশি ও আমদানি করা মালপত্রে এখানকার নির্মাণ কাজ করা হবে। নির্মান সামগ্রী সরবরাহ সহজ করতে এর আগে ঈশ্বরদী হতে রূপপুর পর্যন্ত ২৬ কিলোমিটার রেলপথ স্থাপনে প্রকল্প নেওয়া হয়েছে। নৌপথে মালপত্র পরিবহনের জন্য এখন নদীবন্দর স্থাপনের কাজ শুরু হবে।

(এসকেকে/এসপি/আগস্ট ০১, ২০১৮)