পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় ৭ জনকে গুরুতর আহত করায় পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ও দ্রুত বিচার আদালতে অলি উদ্দিন হাওলাদার বুধবার বাদী হয়ে ২০জনকে আসামি করে মামলা দায়ের করেন। 

বিচারক মামলাটি আমলে নিয়ে গলাচিপা সহকারী পুলিশ সুপার সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। আসামী হলেন, সোহেল চৌকিদার, মাহাতাবা চৌকিদার, ফারুক দফাদার, বাদশা ওরফে বাছেদ, কবির, সায়েম, ইব্রাহীম, বজলু হাওলাদার, সোহেল চৌকিদার, কবির চৌকিদার, সালেক চৌকিদার, রহিম চৌকিদার, ফয়সাল, সোহাগ চৌকিদার, সুভ চৌকিদার, পারভেজ চৌকিদার, খবির চৌকিদার, মোসাঃ সুমনা বেগম, মাহিনুর বেগম, নাসিমা বেগম।

উল্লেখ্য, চরবিশ্বাস ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রভাবশালীদের হাতে ৭ জন গুরুতর আহত করেছে ।

এলাকাবাসী এদেরকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্মরত ডাক্তার মোস্তফা সিকদার দুজনকে আশংকা জনক দেখে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল হাসপাতাল ও ঢাকা রেফার করেন।

আহতরা হলেন, জহুরা বেগম (৪৫), ইউসুফ চৌকিদার (৩০), মিজান চৌকিদার (২৮), খাদিজা বেগম (২৫), রহিমা বেগম (৩৫), সুজা উদ্দিন চৌকিদার (৩৮), ছলেমান গাজী (৪৮)। এ বিষয়ে ইউছুপ চৌকিদার জানান প্রতি বছর জমি-জমাকে কেন্দ্র করে আমাদের একই বাড়ীর গত ২৬/০৭/২০১৮ ইং তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে আমাদের পৈত্রিক জমিতে বসে আমাদেরকে মারধর করে।

(এসডি/এসপি/আগস্ট ০১, ২০১৮)