কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ রুহুল সর্দার (৩৫) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি সে চরাঞ্চলের সন্ত্রাসী বাহিনী রুহুল বাহিনীর প্রধান।

আজ বুধবার (০১ আগস্ট) দুপুরে আটক সন্ত্রাসী রুহুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদীপুর গ্রামের মুন্তাজ সর্দারের ছেলে।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে সন্ত্রাসী বাহিনী প্রধান রুহুল তার সহযোগী সন্ত্রাসীদের নিয়ে হোসেনাবাদ বাজার মসজিদের সামনে অবস্থানের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানার এসআই সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর সময় বাহিনী প্রধান রুহুল অস্ত্র ও গুলিসহ আটক হয়। আটক সন্ত্রাসী বাহিনী প্রধান রুহুলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

তিনি আরো জানান, চরাঞ্চলের লালচাঁদ বাহিনী প্রধান লালচাঁদ পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর সন্ত্রাসী রুহুল নিজ নামে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিলো।

(কেকে/এসপি/আগস্ট ০১, ২০১৮)