স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৭ রানে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচ।

শুক্রবার ওক হিল ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশ ‘এ’ দল প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে জাকির হাসান ৯২, ফজলে মাহমুদ ৫৩, সাইফ হাসান ৩৭ ও মুমিনুল হক ২৩ রান করেন। আয়াল্যান্ড ‘এ’ দলের পক্ষে টাইরোন কেন ৩টি ও পিটার চেজ ৩টি করে উইকেট শিকার করেন।

পরে আয়ারল্যান্ড ‘এ’ দল ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে ২১০ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে টাইরোন কেন ৪৯ ও গেটকেট ৩৮ রান করেন। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে খালেদ আহমেদ ২টি, সানজামুল ইসলাম ২টি, শরিফুল ইসলাম ৩টি, মোহাম্মদ সাইফউদ্দিন ২টি ও ফজলে মাহমুদ ১টি করে উইকেট শিকার করেন।

(ওএস/পিএস/০৪ আগস্ট, ২০১৮)