স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে রবিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় মাঠে নামবে টাইগাররা। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। গত ১ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল সাত উইকেটে।

রবিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে। এই ভেন্যুতে এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ চারটি ম্যাচে অংশ নিয়েছে। তার মধ্যে ক্যারিবীয়রা জয় পেয়েছে তিনটিতে। আরেকটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

লডারহিলে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ স্কোর ২৪৫। ২০১৬ সালে ভারতের বিপক্ষে এই রান সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচেই ভারত করেছিল ২৪৪ রান। অর্থাৎ, এক রানে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। লডারহিলে ওয়েস্ট ইন্ডিজ যে চারটি ম্যাচ খেলেছে সেই ম্যাচগুলোতে ওয়েস্ট ইন্ডিজের স্কোর হচ্ছে ২০৯/২, ১৭৭/৫, ২৪৫/৬ ও ১৪৩।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন রয়েছে দশম অবস্থানে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ রয়েছে সপ্তম অবস্থানে। তাছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজে অনেক শক্তিশালী দল। তাদের দলের বেশিরভাগ খেলোয়াড় বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে অংশ নিয়ে থাকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন ক্রিকেটার খেলে থাকেন। বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে তাদের ভালোভাবেই জানা। লডারহিল ভেন্যুর সঙ্গেও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা ভালোভাবেই পরিচিত। আবার টি-টোয়েন্টিতে বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে রবিবার নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে সাকিব আল হাসানদের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে চারটিতে। আর বাংলাদেশ জিতেছে দুইটিতে। বাকি এক ম্যাচে ফল আসেনি।

(ওএস/পিএস/০৪ আগস্ট, ২০১৮)