কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবসের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে, সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পন, শোক র‌্যালী, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও পলাশি থেকে ধানমন্ডি চিত্র প্রদর্শন। এ সব কর্মসূচি বাস্তবায়নে ঘটন করা হয় বিভিন্ন উপ-কমিটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নূরুল ইসলাম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, পৌরসভার মেয়র মো: আসাদুল হক ভূঞা, মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মো: বজলুর রহমান, এস.আই মোশাররফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সাধারন সম্পাদক, সাংবাদিক মো: মহিউদ্দিন সরকার প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ সকলকে যথাসময়ে উপস্থিত থেকে প্রতিটি কর্মসূচি যথাযোগ্য মর্যাদার সঙ্গে বাস্তবায়নের আহবান জানান।

(এসবি/এসপি/আগস্ট ০৮, ২০১৮)