আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় যাত্রীবেশে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় এক জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। থানায় মামলা দায়ের।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসীম উদ্দিন হাওলাদার জানান, ৫ আগষ্ট দিবাগত রাতে উপজেলার রাজিহার গ্রামের মৃত মালেক হাওলাদারের ছেলে খোকন হাওলাদারকে যাত্রীবেশী ছিনতাইকারীরা রিজার্ভ ভাড়া করে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে একটি পেট্রোল পাম্সেপর সামনে রাস্তায় ফেলে রেখে ইজি বাইক নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা। অজ্ঞান খোকনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

খোকনের পরিবার ও স্থানীয় লোকজন চুরি যাওয়া ইজি বাইকের খোঁজে নেমে উপজেরার সীমান্তবর্তী এলাকা ত্রিমুখী বাজার থেকে মঙ্গলবার বিকেলে একই উপজেলার যবসেন গ্রামের আক্তার হোসেন পাইকের ছেলে জালিছ পাইক (৩০)কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনায় খোকনের ভাই স্বপন হাওলাদার বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা করে, নং-৪(৭.৮.১৮)। ওই মামলায় পুলিশ জালিছকে গ্রেফতার দেখিয়ে গতকাল বুধবার সকালে আদালতে প্রেরণ করেছে।

(টিবি/এসপি/আগস্ট ০৮, ২০১৮)